সড়ক দুর্ঘটনায় প্রান হারালো জিসিসি‘র উপ সহকারী প্রকৌশলী 514 0
সড়ক দুর্ঘটনায় প্রান হারালো জিসিসি‘র উপ সহকারী প্রকৌশলী
আলমগীর কবীর:
গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ সড়কে RAW fashion এর সামনে বাসায় ফেরার পথে ট্রাকের চাপায় মার্জিয়া আক্তার জান্নাত ওরফে আনিকা তাবাস্সুম (২৪) নামের গাজীপুর সিটি করপোরেশনের এক উপ সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।বাসন থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান,শনিবার (২০মার্চ)২০২১ সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকা গাজীপুর মহানগরের সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার হাজী মাসুদ আলমের মেয়ে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৬ নম্বর জোনের উপ-সহকারী প্রকৌশলী ছিলেন ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান,শনিবার রাত সোয়া ৭টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার অফিস থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন আনিকা। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন আনিকা।
তিনি আরও জানান,এ ঘটনায় নিহতের সঙ্গী মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল ইমরান আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় ড্রাইভার ও হেলপার কে আটক করা সম্বব হয়নি । নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং সংশ্লিষ্ঠ কতৃপক্ষের জোর সুপারিশে ময়না তদন্ত ছাড়াই নিহিতার লাশ পরিবারের নিকট হস্থান্তর করেন বাসন থানা পুলিশ ।